পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা
প্রকাশ : 2022-06-25 16:17:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালযরে চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বাদ্যের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, (রাজস্ব) লিংকন বিশ্বাস, (শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়া, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেন, টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, পিপি পল্লব ভট্টাচার্য, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলি অংশগ্রহণ করেন। এছাড়াও শোভাযাত্রায় মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা কর্মচারীগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রার অগ্রভাগে বাংলাদেশ পুলিশ মেহেরপুরের বাদক দল এবং মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের বাদকদল বাদ্য বাজিয়ে শহর প্রদক্ষিণ করেন।