পদ্মা সেতুর কাছে অভিযানে ৬ মেট্রিক টন জাটকা জব্দ
প্রকাশ : 2023-03-29 12:22:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৬ মেট্রিক টন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকাল ৭ টায় পদ্মা সেতু সংলগ্ন খানবাড়ি মোড় এলাকায় শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে এ জাটকা উদ্ধার করে মাওয়া কোস্টগার্ডের একটি দল।
কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তিনি আরও জানান, জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
পরে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা, গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।