পদ্মা সেতুতে সন্তানদের সঙ্গে সেলফি বন্দী হলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : 2022-07-04 13:39:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পদ্মা সেতুতে সন্তানদের সঙ্গে সেলফি বন্দী হলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি বন্দী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে সন্তানদের সঙ্গে সেলফি বন্দী হন প্রধানমন্ত্রী।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সজীব ওয়াজেদ জয় নিজে। এর ক্যাপশনে তিনি লিখেন `পদ্মা ব্রিজ‘। 

এদিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের কমপ্লেক্স চত্বরে শোভাবর্ধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ব্যক্তিগত সফরকে ঘিরে নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।

অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেছেন, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।