পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে পুলিশি বাধায় লৌহজংয়ে মানববন্ধন কর্মসূচি পন্ড

প্রকাশ : 2022-10-09 10:07:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে পুলিশি বাধায় লৌহজংয়ে মানববন্ধন কর্মসূচি পন্ড

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে বালু দাস্যুদের অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী বন্ধ করে দিয়েছে পুলিশ। 

গতকাল শনিবার সকাল ১০ টায় লৌহজংয়ের ঘৌড়দোরস্থ লৌহজং ভূমি অফিসের সামনে শত শত লোক মানববন্ধনে অংশগ্রহণের প্রস্ততি নিলে পুলিশ তাতে বাধা দেয়।

এলাকাবাসীর অভিযোগ অবৈধভাবে বালু উত্তোলনের বেজগাঁও ও গাওদিয়া ইউনিয়নে বেশ কয়েকটি গ্রাম হুমকিতে রয়েছে। লৌহজংয়ে প্রায় ৩ কিলোমিটার এই নদী ভাঙ্গনের চলছে। ভাঙ্গন রোধে ৪শ’ ৪৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন সরকার, পদ্মা থেকে বালু উত্তোলন বন্ধ না হলে সরকারি বরাদ্দ কোনো কাজে আসবে না বলে মনে করছেন এলাকাবাসী।

সকাল থেকে মানববন্ধনে অংশগ্রহনের জন্য লৌহজংয়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ জনগন জমা হতে থাকে। এসময় আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকর্মী এই মানববন্ধন না করার জন্য বাধা দেয়। তাদের বক্তব্য, যেখানে স্থায়ী বেড়িবাঁধের কাজ চলমান এবং মাঝে মধ্যেই বালু উত্তোলনের অভিযান নেয়া হচ্ছে সেখানে বিএনপি জামাতের উষ্কানিতে এই মানববন্ধন কর্মসূচী আয়োজন করা হয়েছে। 

পক্ষান্তরে মানববন্ধনে অংশগ্রহনকারীদের উপস্থিত সাংবাদিকদের জানায় প্রতিদিন অবৈধভাবে বালু দস্যুরা পদ্মা থেকে বালু উত্তোলন করে যাচ্ছে, যার ফলে লৌহজংয়ে বিভিন্ন জায়গায় নদী ভাঙছে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও এটা আইওয়াশ। কারণ যারা এই অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নেয় না। এই বালু উত্তোলনকারীরা এলাকার সবার কাছে চিহ্নিত। তাদের আইনের আওতায় কেন নেয়া হয় না সেটা রহস্যজনক। আমরা আমাদের পৈত্রিক ভিটেমাটি রক্ষার জন্য এসব বালু খেকোদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানাই। 

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, মানববন্ধন কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে হট্টগোল শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এই কর্মসূচী বন্ধ করার জন্য বলেছি। এছাড়া আয়োজকরা মানববন্ধন কর্মসূচির জন্য লিখিত কোন অনুমতি নেয়নি বলে জানান তিনি।