পদ্মাপাড়ে মিলনমেলা, ব্রাহ্মণগাঁও স্কুলের ১২৩ বছর পূর্তি 

প্রকাশ : 2025-11-08 11:46:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পদ্মাপাড়ে মিলনমেলা, ব্রাহ্মণগাঁও স্কুলের ১২৩ বছর পূর্তি 

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজ শনিবার ১২৩ বছর পূর্তি উদযাপন করা হবে। পদ্মাপাড়ে এ উপলক্ষে এলাকায় সাজসাজ রব পড়েছে। বিদ্যালয় ভবনের চুনকাম করা হয়েছে। দুদিন ধরে চলমান রয়েছে আলোকসজ্জা। ছাপানো হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের স্কুলজীবন নিয়ে স্মৃতিচারণামূলক স্মারক সংকলন। ১৯০২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে আসবেন তাদের শৈশবের প্রিয় বিদ্যাপীঠে। জড়িয়ে ধরবেন সহপাঠীরা পরস্পরকে। কতশত স্মৃতির ঝাঁপি তুলে ধরবেন প্রাক্তনীরা। আজকের উৎসব ঘিরে শুক্রবার সন্ধ্যায় অনেক প্রাক্তন শিক্ষার্থী বিদ্যালয়ে এসে দেখে গেছেন অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতি। তারা জানিয়েছেন, আজ দলবেঁধে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠানস্থলে আসবেন। ডুবে যাবেন মহা আনন্দে মিলনমেলায়। প্রস্তুতি দেখতে এসেছিলেন লৌহজংয়ের ইউএনও মো. নেছার উদ্দিন।