পথে পথে পথ শিশু

প্রকাশ : 2022-05-29 13:33:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পথে পথে পথ শিশু

নিতাই চন্দ্র দাস
-----------------


মা হারিয়ে বাপ হারিয়ে 
হলাম পথ শিশু
ক্ষুধার জ্বালায় খুঁজে বেড়াই
ফেলনা খাবার কিছু।

অনাথ পথ শিশু বলে 
করে সবে হেলা
কাগজ কুড়ে বোতল তুলে
কাটাই সারা বেলা।

পথ শিশু বলে আমি
 পথে পথে থাকি
রেললাইনে বসে বসে আজ
নানা স্বপ্ন আঁকি।

বিপদ সংকেত বাঁজছে ওরে
ট্রেন আসছে যে তেড়ে
পথিক যাচ্ছে পাশ কাটিয়ে
নেয়না আমায় কেড়ে।

আবর্জনার মাঝে থাকি
স্বপ্ন ভরা চোখে
টোকাই হতে মন্ত্রী হলে
জয়ধ্বনি লোক মুখে।