পঞ্চগড় সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টা কালে চারজন আটক
প্রকাশ : 2024-09-15 11:23:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টাকালে চার বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার (১৪সেপ্টেম্বর) তাদের আটক করা হয়। আটকের পর বিকেলে তেতুঁলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন; তেতুঁলিয়া সদর ইউপির কানকাটা এলাকার জামাল হোসেন (৫০) ফরিদ (২৮), ডাঙ্গাপাড়া এলাকার ইউসুফ আলী (৩২) ও জুয়েল রানা (৩২)।
পুলিশ-বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কানকাটা এলাকায় ১৩/১৪ জনের একটি দল ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার দিকে পালানোর চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া দিয়ে চারজনকে আটক করেন বিজিবি সদস্যরা। অন্যরা কৌশলে বাংলাদেশের ভেতরে পালিয়ে যান। বিজিবি তাদের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাটার হাইড্রলিক কাটার, একটি চাকু, দুটি কাটিং প্লাস জব্দ করে।
এ ঘটনায় তেতুঁলিয়া উপজেলায় ১৮ ব্যাটালিয়ানের শারিয়ালজোত বিওপির নায়েব সুবেদার সৈবুর রহমান বাদী হয়ে আটক চারজনসহ অজ্ঞাত ৯-১০ জনের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
সান