পঞ্চগড় সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নাগরিকের মৃত্যু

প্রকাশ : 2024-12-06 18:15:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড় সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নাগরিকের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। বিজিবির সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪০) । তার বাড়ী জেলার তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আমজুয়ানী নামক এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্ররবার ভোরে লাশটি হাড়িভাসা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামের পাশে ভারতীয় ভূখন্ডে লাশটি পড়ে থাকতে দেখা যায়। কুয়াশা কেটে গেলে এরপর লাশটি বাংলাদেশী ভূখন্ডে রেখে যায় বিএসএফ সদস্যরা। নিহত আনোয়ার দীর্ঘদিন ধরে চোরাইপথে ভারতীয় গরু আনা-নেওয়ার কাজে জড়িত বলে তার আমজুয়ানী এলাকার লোকজন জানায়।  

 সূত্র জানায় হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়ার ঘাগড়া বিওপির বিপরীতে অবস্থিত ভারতীয় সীমান্তে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলে মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।এদিকে হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  সাইয়েদ নূর-ই-আলম জানান পুলিশ জুম্মার নামাজের পর লাশটি পঞ্চগড় সদর থানার পুলিশ নিয়ে যায়।

এব্যাপারে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পরভেজ জানান লাশের সুরতহাল করা হয়েছে। আগামীকাল শনিবার লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হবে। কেউ কোন মামলা করেনি।