পঞ্চগড় বাজারে নিত্যপন্যের দামে হঠাৎ অস্থিরতা

প্রকাশ : 2025-08-09 19:23:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড় বাজারে নিত্যপন্যের দামে হঠাৎ অস্থিরতা

পঞ্চগড় বাজারে নিত্যপন্যের দামে হঠাৎ অস্থিরতা। ডিমের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাছ, মুরগী সহ বেশ কয়েকটি পন্য বেশী দামে বিক্রি হচ্ছে।  পঞ্চগড় রাজ নগর বাজারে গত কয়েকমাস ধরে নিত্যপন্য হাতের নাগালে ছিল। মরিচ পেঁয়াজ সহ সব কাঁচা সবজির দাম সহনীয়  ছিল। কিন্তু  বদলে যেতে শুরু করেছে  চিত্র।বেড়েছে পেঁয়াজের দাম। ৫০ টাকা কেজির পেঁয়াজ এখন এক লাফে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। 

এছাড়া মুরগীর বাজার এখন ঊর্ধ্বমুখী।  প্রতি কেজি বয়লারে ২০ টাকা বেড়ে ১৮০ কেজি দরে বিক্রি হচ্ছে।  সোনালী মুরগী প্রতি কেজিতে ৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে  ৩২০ টাকা। কক মুরগী কয়দিন আগে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সেই  কক এখন ৩০০ টাকা কেজি। দেশী মুরগী ৫০০ টাকার কম বিক্রয় হচ্ছেনা। 

এদিকে বর্ষার আগে মাছের বাজার সহনীয় ছিল। তবে একমাস ধরে  মাছের বাজার উর্ধ্বমুখী। সব ধরনের বড় মাছে কেজিতে বেড়েছে ৫০- ১০০ টাকা।  দেশী মাছ উধাও। তবে বানিজ্যিক ভাবে উৎপাদিত  মাছের বাজারও চড়া। এই উৎপাদিত মাছের  মধ্যে শিং, কৈ, মাগুর মাছের দাম হাতের নাগালে থাকলেও রুই, কাতল,মৃগেল মাছের দাম অনেকটাই বেশী। রুই কাতল মৃগেল এখন ২৬০ টাকা থেকে ৩০০ টাকা কেজি।তবে সব ধরনের ছোট মাছে সরবরাহ কম। বেড়েছে দাম। একজেজি   টেংরা মাছ ৮০০ টাকা থেকে ১০০০ টাকা কেজি।

 পঞ্চগড় বাজারে  এখন জাটকা ইলিশ ১০০০ টাকা কেজি।  যা গতবছর ছিল ৫০০ টাকা।  অপরদিকে শাক-সবজির দাম  বাড়তে শুরু করেছে। এখন ২০- ৩০ টাকার ঢেড়ষ, বেগুন।  এ পন্যগুলোর দামও বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের বাজার অপরিবর্তিত।  প্রতি কেজি গরুর মাংসের কেজি ৭০০ টাকা।