পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু
প্রকাশ : 2024-04-27 11:24:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গনে পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে ফিতা কেটে ও আকাশে রঙিন বেলুল উড়িয়ে মাসব্যাপী এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম হুমায়ুন কবীর উজ্জল, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, সাবেক সভাপতি এ রহমান মুকুল, সফিকুল আলম সফিক, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ, সামসউদ্দিন চৌধুরী কালাম, সাবিবুর রহমান সাবিব, , কামরুল ইসলাম কামু, লুৎফর রহমান, আব্দুর রহিম, আসাদুজ্জামান আপেল, মেলার ইজারাদার মীর আলমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের এই মেলাটি হচ্ছে ১৭ তম মেলা। পঞ্চগড় প্রেসক্লাব দীর্ঘদিন ধরে এ মেলা আয়োজন করে আসছে। করোনাসহ বিশেষ কারণে গত তিন বছরে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। মেলায় উৎপাদিত দেশীয় পণ্যের অর্ধশত ষ্টল স্থান পেয়েছে। এছাড়া বিশেষ কিছু খাদ্যের স্টলও রয়েছে। মেলায় শিশুদের বিনোদনের জন্য আকর্ষণীয় বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। মেলায় শুধু কেনাকাটা নয়, বিনোদন ও মিলন মেলায় পরিণত হবে। মেলায় প্রবেশ মূল্য মাথা পিছু টিকেট ধরা হয়েছে বিশ টাকা। আগামী রোববার থেকে মেলা পূনাঙ্গভাবে চালু হবে।