পঞ্চগড় দুই উপজেলার সীমান্ত দিয়ে ১৭ নারী-পূরুষকে ঠেলে পাঠালো বিএসএফ
প্রকাশ : 2025-07-31 17:57:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ের সদর ও তেতুঁলিয়ায় দুটি সীমান্ত দিয়ে আবারো ১৭ জন নারী-পূরুষকে বাংলাদেশের ভূ-খন্ডে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।তারা গোপালগঞ্জ নরসিংদী হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, কক্সবাজার, বরিশাল, নওগাঁ ওযশোর, জেলার বাসিন্দা।বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পরে তাদের বিএসএফের মাধ্যমে সীমান্তে পাঠানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত এলাকা থেকে ভারত থেকে আসা ৭জন পুরুষকে আটক করে। এছাড়া একইদিন সকাল বেলা নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতায় পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্তে বিজিবির সদস্যরা১ জন পূরুষ ও ৯ জন নারীকে আটক করা হয়।
তবে বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে , আটককৃতরা দীর্ঘদিন যাবত ভারতে ছিল। বিজিবি সূত্র জানায়, বুধবার (৩০ জুলাই) গভীর রাতে তেঁতুলিয়ার সুকানী বিওপি সীমান্ত দিয়ে বিএসএফ ৭ জন পূরুষকে বাংলাদেশের ঠেলে পাঠায়।
অপরদিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে বিএসএফ আরো ১০ জনকে ঠেলে দেয়।তারা সকলে বিজিবির হেফাজতে রয়েছে। পঞ্চগড়ের দুই উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম এবং নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী কমান্ডার (২আইসি) মেজর কাজী আসিফ আহমদ। আটক হওয়াদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, বিজিবি তাদের ইউএনওর নিকট হস্তান্তর করে। পরে তাদের তেতুঁলিয়া ডাকবাংলোতে রাখা হয়েছে ‘ তথ্য নিশ্চিত হয়ে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান বিজিবি তাদেরকে আমাদের হেফাজতে দিয়েছে এখন তাদের নাম পরিচয় শনাক্ত করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।