পঞ্চগড় জেলা পরিষদ কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রকাশ : 2023-12-17 17:16:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড় জেলা পরিষদ কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় জেলা পরিষদ। 

জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান শেখের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম,পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পঞ্চগড় এ,আর কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন,সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. সায়খুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন। এরপর দুপুরে তাদের হাতে দুপুরে খাবার ও তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 

এসময় জেলার প্রায় পাঁচ শাতধিক বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আকতারুন নাহার সাকী সদস্য জেলা পরিষদ পঞ্চগড়।

 

সান