পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক এ্যাটেন্টডেন্ট ও পরিচালক

প্রকাশ : 2023-12-21 11:18:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক এ্যাটেন্টডেন্ট ও পরিচালক

পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক ও এ্যাটেনডেন্টকে ৮০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। কি আরপি পুলিশ জানায় বুধবার পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর কবির ও প্যাসেঞ্জার এ্যাটেনডেন্ট হিসেবে ছিলেন সাদেকুল ইসলাম।

সন্ধ্যায় ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ে থানা পুলিশ ট্রেন পরিচালকের বগিতে অভিযান চালায়। এসময় ট্রেন পরিচালক ও এ্যাটেনডেন্টের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সান্তাহার জিআরপি থানার ওসি মুক্তার হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

 

সান