পঞ্চগড়ে ৬ পুলিশ সদস্য পেলেন পদোন্নতি

প্রকাশ : 2026-01-20 14:37:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে ৬ পুলিশ সদস্য পেলেন পদোন্নতি

পঞ্চগড়ে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ছয় জন পুলিশ সদস্য। গত রোববার পুলিশ সুপারের কার্যালয়ে তাদের র‌্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ও পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফরহাদ হোসেন। এ সময় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খান মো. শাহরিয়ার রহমান, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ট্রাফিক শাখা ও আরও-১, রিজার্ভ অফিস, পুলিশ লাইন্স পঞ্চগড়সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন কনস্টেবল মো. শফিকুল ইসলাম, মোছা. রেশমী তারা আক্তার, বিলকিস আক্তার, লিটন চন্দ্র রায়, সেহেল রানা ও মো. হায়দার আলী।