পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশ : 2024-03-18 12:49:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজা সহ  স্বামী-স্ত্রী আটক

পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ তাদের আটক করে। আটককৃতরা হলো ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানা লাউথুতি এলাকার মোঃ মোজাম্মেল হক (৪৫) ও তার স্ত্রী মোছাঃ রওশনআরা বেগম (৪০) ।

পঞ্চগড় সদর থানা সূত্রে জানা জানা যায়,মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানার ইন্সপেক্টর [তদন্ত] রঞ্জু আহমেদ ও ইন্সপেক্টর [অপারেশন] সহ সঙ্গীয় ফোর্স সহ সকাল সাড়ে আটটার দিকে শহরের করতোয়া ফিলিং স্টেশনের সামন থেকে তাদের আটক করতে সক্ষম হয়। এদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইন্সপেক্টর [তদন্ত] রঞ্জু আহমেদ জানান ‘এই মাদক বিরোধী অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

 

সান