পঞ্চগড়ে ১৮ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী ৫০ বছর পূর্তিতে সূবর্ণজয়ন্তী পালিত
প্রকাশ : 2025-12-01 17:17:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবির ৫০ বছর সূবর্ণজয়ন্তী এবং পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের (বিজিবি)প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার(১ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়নের মাঠ প্রাঙ্গণে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি জি+ অতিরিক্তি মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার উত্তর পশ্চিম রিজিয়ন ,সদর দপ্তর রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি, উপমহাপরিচালক, সেক্টর কমান্ডার সেক্টর সদর দপ্তর ঠাকুরগাঁও ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান সহ জেলার পদস্থ কর্মকর্তাগন সহ ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের আয়োজনে ওই অনুষ্ঠানে এসময় বিজিবির সংক্ষিপ্ত কর্মকান্ড সহ নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে: কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস পদাতিক।
তিনি বলেন , পঞ্চগড় ব্যাটালিয়নের (বিজিবি) আওতায় ১৩৫ দশমিক ৫৯১ কিলোমিটার এলাকার ১৯টি বিওপি এবং ১টি আইসিপি দায়িত্ব পালন করে আসছে। এসকল বিওপি ও আইসিপি চলতি বছরে ১ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করতে সক্ষম হয়।
এছাড়া বিশেষ অভিযান পরিচালনার আওতায় ১৬ জন আসামিকে আটক করা হয়। তিনি জানান, সপ্তাহের শনি ও মঙ্গলবার বাংলাবান্ধায় বিজিবি ও বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়।
অধিনায়ক (সিও) লে: কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, চলতি বছরে রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন’ এবং ভলিবল প্রতিযোগিতায় ‘রানাস আপ’ অর্জন করে।
তিনি বলেন, সাংবাদিকদের তথ্য উপাত্ত্ব সহ সীমান্তের সকল রকম সমস্যা ও পারষ্পরিক সর্ম্পক উন্নয়নে বিজিবি আগামি দিনে সবর্দা কাজ করা লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শেষে উপিস্থিত অতিথির জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।