পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত জনজীবন বির্পযস্ত                

প্রকাশ : 2025-12-27 19:01:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত জনজীবন বির্পযস্ত                

দেশের সর্ব উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ে অতিমাত্রায় বেড়েছে শীতের দাপট। বইছে মৃদু শৈত্য প্রবাহ। জনজীবনে বিপর্যস্ত।বেড়েছে গরম কাপড় বেচাকেনা।এদিকে কয়দিন ধরে তাপমাত্রার পারদ এক ডিজিট থেকে দুই ডিজিটে আসলে  ও কমেনি শীতের তীব্রতা। 

এদিকে শনিবার (২৭ডিসেম্বর) তেতুঁলিয়া আবহাওয়া অফিসএজেলায় সর্ব নি¤œতাপমাত্রা রেকর্ড করেছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।বাতাসের আদ্রতা ছিল ১০০% থেকে ৯৯%। তবে এর আগে সকাল পেরিয়ে দুপুরের আগে আগে কয়দিন যাবত আকাশ ভেদ করে সূর্যের দেখা মিললেও শনিবার সারা দিন ছিল মেঘে ঢাকা আকাশ। রোদের কোন রকম দেখা মিলেনি। ফলে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সর্ব নি¤œতাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে এই দিন রোদের দেখা পাওয়া যায়। তেতুঁলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়,১৯ ডিসেম্বর সর্ব নি¤œতাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর কয়দিন ধরে সর্ব নি¤œতাপমাত্রা ১১ ,১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রিতে ওঠনামা করে সর্ব নি¤œ তাপমাত্রা।এ মৌসুমে সর্ব নি¤œ তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠে।  

পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকার ভ্যান চালক আমিনুর রহমান (৩০) বলেন, এমন শীত ভাড়া পাওয়া যায়না। এদিকে হাড়কাপাঁনো শীতের গরম কাপড়ের দোকানগুলোতে বীড় বেড়েছে। বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা।  

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক  রোকনুজ্জামান জানান, শৈত্য প্রবাহ ও ঘনকুয়াশা আরো কয়দিন থাকবে, এবং আরো কিছুদিন স্থায়ী হবে। রোদ দুই-তিন দিন না ওঠতে পারে।