পঞ্চগড়ে হানাদারমুক্ত দিবস পালিত
প্রকাশ : 2024-11-29 17:51:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
৭১’র ২৯ নভেম্বর পঞ্চগড় পাকহানাদারমুক্ত হয়। প্রতি বছর এদিনটিতে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে হানাদারমুক্ত দিবস পালিত হয়।এবারো এদিনটিতে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটিকে সামনে রেখে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভার আয়োজন ও বধ্যভূমিতে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়।।
এ উপলক্ষে সকাল নটার পর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পূষ্প্সতবক অর্পণ ও দোয়া অন্ষ্ঠুান বর্ণাঢ্য র্যালী সহযোগে বধ্যভ’মিতে গিয়ে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সেখানে এক দোয়া পাঠ করা হয়।এরপর সকাল সাড়ে নটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী ,অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ সায়খুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া বধ্যভূমিতে পুলিশ প্রশাসন, জেলা রাজনৈতিক ও সামাজিক সাংষ্কৃতিক, ছাত্র বৈষম্য সংগঠন পূষ্পার্ঘ্য অপর্ণ করে।