পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় সরকারি কর্মচারী নিহত
প্রকাশ : 2025-12-04 16:32:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের করতোয়া সেতুতে ট্রাকচাপায় আনারুল ইসলাম (৪৭) নামে সরকারি কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক নটার দিকে এই দুর্ঘটনা মর্মান্তিক দূর্ঘটনাটিনঘটে। নিহতের পরিবারে চলছে শোকের ছায়া।
নিহত আনারুল ইসলাম পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামের বাহারউদ্দিনের ছেলে এবং আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রসেস সার্ভার পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আনারুল ইসলাম মোটরসাইকেলে করে বাসা থেকে কর্মস্থলআ টোয়ারীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে করতোয়া সেতুতে একটি ইজিবাইককে ওভারটেক করার সময় ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তিনি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকার সামনে পড়ে যান। ট্রাকের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে তাঁর মাথা থেঁতলে গিয়ে মগজ বেরিয়ে যায়।
এসময় খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা আনারুলের লাশ উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যায়।এই ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি জব্দ করে এবং ট্রাকের সহকারী মজিবর শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, ট্রাক জব্দ করে হেলপারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলা প্রক্রিয়াধীন। মামলা রুজু হলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।