পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিন জুয়াড়ী আটক
প্রকাশ : 2025-10-05 10:19:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিন জুয়াড়ীকে আটক করা হয়েছে। আটকৃতদের ভ্রাম্যমান আদালত পৃথক তিন মেয়াদে কারাদন্ড দিয়ে জেলাকারাগারে পাঠিয়েছে।আটকৃতরা হলেন; পঞ্চগড় পৌরসভারএলাকার বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে মনির হোসেন মনু (৫৩) মাহবুব আলমের ছেলে রুবেল (৪৮) ও আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৪৫)।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪অক্টোবর) রাতে জেলা শহরের কায়েত পাড়া এলাকার সাবেক এমপি নাজমুল হক প্রধানের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, এক সময়ের শ্রমিক নেতা মনির হোসেন মনু দীর্ঘদিন যাবত নানা সময় স্থান পরিবর্তন করে জুয়াড় আসর বসিয়ে আসছিল।
অভিযানকালে ঘটনাস্থল থেকে নগদ ছয় হাজার ৫২০ টাকা, ছয় সেট তাসের কার্ড ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।এরপর ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান মনির হোসেন মনুকে ১৫ দিনের কারাদন্ড, রুবেলকে ১০ দিনের ও মাসুদ রানকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে জেলাকারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।