পঞ্চগড়ে সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে জাগপার গনমিছিল
প্রকাশ : 2024-05-12 11:28:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় পুলিশি বাঁধায় শনিবার জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার গণমিছিল পন্ড হয়ে গেছে। তিরনইহাট বাজারে সমাবেশ শেষে খয়খাটপাড়া সীমান্তে গণমিছিল অগ্রসর হলে বিজিবি ও পুলিশের যৌথ বাঁধার মুখে পড়ে।
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সীমান্তে গত ৭ মে দুজন নাগরিককে সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে আয়োজিত তিরনইহাট বাজারে গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। রাশেদ প্রধান বলেন, প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ লাশগুলো প্রমাণ করে ভারত বাংলাদেশের স্বাধীনতা ও ভূ-খন্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি আরো বলেন, সীমান্ত হত্যা কেন হয়? কার নির্দেশে স্বাধীন বাংলাদেশের ওপর ভারতীয় বিএসএফ গুলি চালায়? তবে কেন বাংলাদেশ সরকার সীমান্ত হত্যার প্রতিবাদ জানাতে পারে না? তিনি বলেন, কথাবার্তা পরিষ্কার আমরা হিল্লি-দিল্লি বুঝি না। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশকে পানির ন্যায্য অংশ দিতে হবে। তারপর ভেবে দেখব বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় কিনা।
রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার আগামী জুন-জুলাই মাসে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবে কিনা জানি না! তবে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশের বর্তমান রিজার্ভের চেয়ে তিনগুণ বেশি বিদেশি ঋণ বাংলাদেশকে পরিশোধ করতে হবে। তিনি বলেন, ভারতের সঙ্গে আওয়ামী লীগের সব গোলামি চুক্তি হলেও বাংলাদেশ এখনো পানির ন্যায্য হিস্যা পায় না। এই সরকার ভারতের নির্দেশনায় মহানন্দা নদীতে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছে। যার কারণে তেঁতুলিয়ার ২৫ হাজারের বেশি পাথর শ্রমিক আজ মানবেতর জীবন কাটাচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে ঘরে ঘরে হাহাকার চলছে। রাশেদ প্রধান বলেন, সম্প্রতি বাংলাদেশের আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আয়োজন করেছেন। ভোটারবিহীন এই নির্বাচনে নির্বাচন কমিশন বলেছেন, নির্বাচন উৎসবমুখর হয়েছে। কিন্তু দেশের মানুষ ভোট দিতে যায়নি। বেলা শেষে খালি মাঠে কুকুরের নাচানাচি দেখতে কিছু দর্শক ভোট কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিল। তবে কেউ ভোট দিতে যায়নি। সমাবেশে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহ-সভাপতি মফিদুল ইসলাম মফি, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসে পাটোয়ারী, পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় সদর উপজেলা জাগপার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা জাগপার সভাপতি তপু ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদীন, আটোয়ারী উপজেলা সাধারণ সম্পাদক বজলুর রহমান, মো. রহমান, উপজেলা জাগপা নেতা আলী ফকির, নাজমুল প্রধান, শাহজান আলী, সফর আলী, মো. কামাল, মো. শহীদ, যুব জাগপা নেতা কামরুজ্জামান কুয়েত, মোখছেদুল আলম, জনি নন্দী, রফিকুল ইসলাম, জনি হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, রফিকুল ইসলাম মোল্লা, জাগপা ছাত্রলীগ নেতা এরশাদ, সম্পাদক মানিক হোসেন প্রমুখ।
সান