পঞ্চগড়ে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

প্রকাশ : 2026-01-29 18:51:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেছেন, দায়িত্বশীল সাংবাদিকতা জাতী ও সমাজ গঠনে বড় ভূমিকা রাখতে পারে। গনমাধ্যমকর্মীদের একে অপরের প্রতি সন্মান রাখার উপড় গুরুত্বারোপন করেন তিনি।

বৃহষ্পতিবার [২৯ জানুয়ারী)  পঞ্চগড় সার্কিট হাউজে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট [পিআইবি) কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী পঞ্চগড় জেলার গনমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন  সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন। তিনি বলেন, সংবাদের শিকড়ে গিয়ে সংবাদের তথ্য উপাত্ত¡ বের করে তা গনমাধ্যমে তুলে আনতে হবে। তাহলে সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার পরিপূর্নতা পাবে।

কাজী সায়েমুজ্জামান আগামী জাতীয় সংসদ নির্বাচন কে নিয়ে বলেন, সাংবাদিকদের খবরের পিছনের খবর সাংবাদিকরাই তুলে ধরবে। আমরা প্রশাসনের কর্মকর্তা সেটি দেখলে কাজে কাজ করতে সহায়তা করবে।  সাংবাদিকদের আমরা প্রতিপক্ষ না ভেবে সহযোগীতা তা করতে চাই, সহযোগী হিসেবে কাজ করতে চাই।   

এসময় আরো উপস্থিত ছিলেন  পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ ও সম্পাদক স্বাধীন মিডিয়া এবং ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী।শেষে প্রশিক্ষনে অংশগ্রহনকারী গনমাধ্যর্মীদের মাঝে প্রশিক্ষনের সনদ বিতরন করেন জেলা প্রশাসক। 

প্রশিক্ষনের দ্বিতীয় দিন জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য, বস্তুনিষ্ঠতা , নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নির্বাচনের র্পূবে ও আগে সংবাদ কভারেজ বিষয়ে নানাদিক তুলে ধরা হয়। এছাড়া ভুয়া তথ্য, অপতথ্য,  ভ’য়া সংবাদ হেটস্পিচ, গুজব , প্রোপাগান্ডা, ফ্যাক্টচিং; তথ্য ,ছবি ও ভিডিও যাচাই তথ্য  ,জুলাই অভ্যুত্থান, পরবর্তী গনভোট ও জাতীয় নির্বাচন, শিকারী সাংবাদিকতা,  মুল্যায়ন , ফিডব্যাক ও ফিরে দেখা ইত্যাদি বিষয় প্রশিক্ষনে গনমাধ্যমেকর্মীদের কাছে তুলে ধরা হয়।দ্বিতীয় দিনের প্রথম পর্বে শারমীন রিনভী সম্পাদক স্বাধীন মিডিয়া এবং দ্বিতীয় পর্বে পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ  প্রশিক্ষক  হিসেবে  অংশ নেন।