পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : 2026-01-31 17:19:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকতায় ভাষার ব্যবহার, সৌন্দর্য , কৌশল এবং রিপোটিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি)পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়।  কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সহ সভাপতি সাইদুজ্জামান রেজা ও সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় কর্মশালায় সাংগঠনিক কাঠামো সক্রিয়তা, সাংবাদিকদের বৈশিষ্ট্য, ভাষা, উপমা, কৃষি ও প্রকৃতি, সাংবাদিকতা বুনিয়াদি, ভিডিও সাংবাদিকতা, ছবি, ফ্রেমিং ও টেলিভিশন সাংবাদিকের বৈশিষ্ট্য এবং রিপোর্টিং বেসিক ধারণার উপর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন চ্যানেল আই ও জনকণ্ঠের এ রহমান মুকুল, চ্যানেল ২৪ ও আমার দেশের হোসেন রায়হান, যুগান্তরের এস এ মাহমুদ সেলিম, করতোয়ার সামসউদ্দীন চৌধুরী কালাম ও ইনডিপেনডেন্ট টিভি ও সমকালের সফিকুল আলম, এখন টিভি ও কালের কণ্ঠের লুৎফর রহমান ও প্রথম আলোর রাজিউর রহমান রাজু। 

আরো বক্তব্য রাখেন দৈনিক জনবানী  প্রতিনিধি   কামরুল ইসলাম কামু,  দৈনিক মানব জমিনের   প্রতিনিধি সাবিবুর রহমন সাবিব, নয়াদিগন্তের প্রতিনিধি অসাদুজ্জামান আসাদ  দৈনিক লোকায়নের প্রতিনিধি  শামসুজ্জামান বাঁধন প্রমুখ।