পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র উপহার
প্রকাশ : 2025-01-04 17:55:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের বোদায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলার ৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার ক্ষুদে শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ উপহার দেওয়া হয়।
উৎসবে বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে এসব উপহার তুলে দেন। অনুষ্ঠানে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ।
এসময় রওশনআরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ তারা, দিলরেজা ফেরদৌস চিন্ময়, আবু বক্কর সিদ্দিক মহব্বত প্রমুখ।