পঞ্চগড়ে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ্য অসহায় ও প্রতিবন্ধীদের উপহার সামগ্রী বিতরণ
প্রকাশ : 2025-10-25 11:12:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ্য, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
গত শুক্ররবার [২৪ অক্টোবর) বিকেলে [সন্ধ্যার আগে) পঞ্চগড় ডক্টর আবেদা হাফিজ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় নওশাদ জমির বলেন, পৃথিবীতে এখন মানুষের মাঝে একটা পরিষ্কার জ্ঞান ও ধারণা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে যে যাদের বিভিন্ন রকম শারীরিক যে সমস্যাগুলো রয়েছে। সেগুলোকে আমরা কখনোই এরকম মনে করবোনা, যে তার স্থলে একটা মানুষ অন্য মানুষের চেয়ে কমবুদ্ধিমান বা অন্য মানুষের কম কাজ করতে পারে।’ এ জন্য আমাদের অনূকুল পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি তারা আসলেই সমাজের একটি অংশ, তাদের অধিকার অন্য যে কোন মানুষের চেয়ে কম নয়। জাতীসংঘ ২০০৬ সালে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক একটি আইন তৈরী করেছেন, সেটি ২০০৮ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশ সই করেছে। এছাড়া তাদের জীবন যাত্রা সহজ করার জন্য বিভিন্ন দেশে আইন প্রনয়ণের ব্যবস্থা করা আছে। ২০০১ সালে বাংলাদেশে একটা আইন তৈরি করা হয়, এরপর ২০২৩ সালে এটি সংশোধন করে আরেকটা আইন তৈরি করা হয়। তাদের অধিকার অন্য মানুষের মতোই সমান। এজন্য আমাদের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রিয়াজ সিকদার ,ব্যবস্থাপনা পরিচালক ডা. কানিজ ফাতেমা কনা প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন, রংপুর জোনের এরিয়া ম্যানেজার ডা. মো. নজরুল ইসলাম শাহীন। অনুষ্ঠান শেষে দুস্থ্য অসহায়,প্রতিবন্ধী ৮০ জনের মাঝে চাল ,ডাল ,লবন, পেঁয়াজ সহ পাঁচটি পণ্যের প্যাকেট তুলে দেন অতিথিরা।