পঞ্চগড়ে রেললাইনে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ
প্রকাশ : 2025-01-15 12:12:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে রেললাইন থেকে অজ্ঞাত (২৭) এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত স্টেশনের রেলঘুন্টি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা মরদেহ উদ্ধারসহ আলামত সংগ্রহ করেন। পরে রেললাইনের পাশে মাটিতে রক্ত, নারীর পড়নের পোশাকসহ ধারালো ছোরা উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা অজ্ঞাত নারীকে ধর্ষণের পর হত্যা করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে।
আমিনুল ইসলাম নামে স্থানীয় এক কৃষক বলেন, ঘটনা শুনে আমরা আসি। পরে দেখতে পাই রেল লাইন থেকে দুরে জমিতে রক্ত এবং কাপড় পড়ে ছিল। পাশে একটি কাত্তিও ছিল (ধারালো ছোরা)। পরে পুলিশ এসে তদন্ত শুরু করে। মেয়েটি ২৪/২৫ বছরের মত হবে। আমাদের এলাকার কেউ নিখোঁজ বলে এখনও জানা যায়নি।
আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, রেললাইনের মাঝখানে মরদেহটি পাওয়া যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে মরদেহটি লাইন থেকে পাশে নেওয়া হয়। শরীরের বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। তবে নারীর পরিচয় শনাক্ত যায়নি।
পঞ্চগড়ের সহকারি পুলিশ সুপার মোছা. রুনা লায়লা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে জমিতে রক্ত ও পায়জামা পাওয়া যায়। একটি ধারালো ছোরাও পাওয়া গেছে। আমরা ধারণা করছি, ওই নারীকে ধর্ষণ বা গণধর্ষণের পর হত্যা করে রেললাইনের উপর ফেলে নাটক সাজানো হয়েছে। আমরা নিহতের নাম ঠিকানা পাইনি। মরদেহের পরিচয় শনাক্তকরণসহ ঘটনার কারণ বের করতে কাজ করছি।
কা/আ