পঞ্চগড়ে মাদক বিরোধী আলোচনা সভা

প্রকাশ : 2024-11-19 14:29:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে মাদক বিরোধী আলোচনা সভা

জুলাই বিপ্লবে শহীদ সাগরের নামে প্রতিষ্ঠিত সংগঠন শহীদ সাগর যুব কল্যান সংঘের উদ্যোগে পঞ্চগড়ে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শহরের উপকন্ঠে অবস্থিত তালমা রিভারভিউ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: সাবেত আলী, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সীমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বক্তব্য রাখেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক বৃন্দ, স্কুল শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো: সাবেত আলী, এসময় তার বক্তব্যে বলেন মাদক শুধু মাত্র একজনকে ধ্বংস করেনা পুরো পরিবারকে ধ্বংস করে দেয় । তাই যে কোন মুল্যে পঞ্চগড় থেকে রিমুভ করতে চাই। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

কা/আ