পঞ্চগড়ে মাদক কারবারি আটক

প্রকাশ : 2024-02-04 17:52:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে মাদক কারবারি আটক

পঞ্চগড়ের বোদা থানা পুলিশ অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে মাদকসহ একজনকে আটক করেছে। এ বিষয়ে তাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

বোদা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ৩ ফেব্রয়ারি উপজেলার বড়শশী ইউনিয়নের হাটুয়াপাড়া বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ১০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেট বিক্রয়কালে জাকির হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়।তার বাবার নাম আয়নুল ইসলাম গ্রাম ওই ইউনিয়নের বালাপাড়া নামক এলাকায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজ্জামেল হক জানান ‘গোপন সংবাদের ভিত্তিতে একদল ফোর্স সহ তাকে সেখান থেকে আটক করে আদালতে সোর্পদ করা হলে আদালতে তাকে জেলা হাজতে প্রেরণ করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

সান