পঞ্চগড়ে  মাদকদ্রব্য সহ তিন জন আটক             

প্রকাশ : 2026-01-28 17:25:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে  মাদকদ্রব্য সহ তিন জন আটক             

পঞ্চগড়ে গাঁজা ও নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের আদালতে সোপর্দ করলে  আদালত তাৎক্ষণিকভাবে [ সামারি ট্রায়াল)  প্রমান সহ তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।

পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল মঙ্গলবার [২৭ জানুয়ারী)  রাতে   গোপন   সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জগদল এলাক  থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জগদল সর্দারপাড়া এলাকার সুধীর চন্দ্র দাসের ছেলে নয়ন দাস[১৯) ওই একই এলাকার কামরুজ্জামান কামুর ছেলে সেতু [১৯)কে ২০ গ্রাম গাঁজা সহ ৭ পিস টাপেন্টাডল’র খোসা সহ আটক করা হয়। এদিকে ওই রাতেই পঞ্চগড়  পৌরসভার রামের ডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে আল আমিন [ ৩৮) কে ৩০ গ্রাম গাঁজা সহ আটক করেছে সদর থানার পুলিশ। 

আটককৃতদের বুধবার আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাৎক্ষণিকভাবে(  সামারি ট্রায়াল) সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনের৩৬(১) সারণির ২১ ধারায় তাদের তিনজনকে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড  প্রদান করেন। এটি জেলার প্রথম সামারি ট্রায়াল রায়।

বুধবার [ ২৮ জানুয়ারী)  পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহীম আলী এই রায় প্রদান করেন বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  আশরাফুল ইসলাম নিশ্চিত করে বলেন, এটি সামারি ট্রায়ালের প্রথম রায়।#