পঞ্চগড়ে ভোক্তা অধিকারের অভিযান পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : 2025-03-12 18:50:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে ভোক্তা অধিকারের অভিযান পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন টিমের অভিযানে তেল কম দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।  আদালত পরিচালনার মাধ্যমে মেসার্স পঞ্চগড় ফিলিং স্টেশন পাম্পে তেলের ওজনের পরিমাপক যন্ত্রের মান পরীক্ষা করা হয়। বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পঞ্চগড়ের সহকারী পরিচালক এএসএম মাসুম-উদ-দৌলা এই জরিমানা করেন।অভিযান পরিচালনাকালে তেলের ওজন কম পাওয়া যায়। সেই অপরাধে এসময় পাম্পের ম্যনেজার জুবায়ের জরিমানার টাকা পরিশোধ করেন। অভিযানকালে এএসএম মাসুম-উদ-দৌলা জানান, জন স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।