পঞ্চগড়ে বিপুল পরিমান পলেথিন জব্দ
প্রকাশ : 2024-04-02 19:29:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে বিপুল পরিমান পলিথিনজব্দ করা হয়েছে। মঙ্গলবার শহরের তেঁতুলিয়া মহাসড়কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনেএই পলিথিনগুলো জব্দ করে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ইউসুফ আলিরনেতৃত্বে বিশেষ অভিযানে পলিথিনগুলো জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানাগেছে সৈয়দপুর থেকে ট্রাকযোগে বিপুল পরিমাণ পলিথিন পঞ্চগড় শহরে আনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় শহর সদর থানার সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় পলিথিনবাহি একটি ট্রাক আটক করা হয়। ওই র্ট্রাক থেকে ১ হাজার৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়।।পঞ্চগড়েরচার ব্যবসায়ীকে দেয়ার জন্য ট্রাক যোগে ১৮টি বস্তায় পলিথিনগুলো আনা হচ্ছিলো। পলিথিনগুলোর আনুমানিকমুল্য তিন লক্ষ টাকা। এ ঘটনায় নিষিদ্ধ পলিথিন বহনকারী ট্রাক ও চালক সহ জড়িতদের আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পরিবেশঅধিদপ্তর ।