পঞ্চগড়ে বিধবা নারীর জমি দখল, অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশ : 2023-11-26 14:13:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে বিধবা নারীর জমি দখল, অভিযোগে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে এক নারী ও তার দুই এতিম সন্তানের জমি দখল করে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ। রোববার (২৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ে করেছেন সংবাদ সম্মেলন। এতে অভিযোগ করেন ভুক্তভোগী নারী সৈয়দা আনোয়ারা বেগম। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। 

লিখিত বক্তব্যে সৈয়দা আনোয়ারা জানান, পঞ্চগড় সদর উপজেলার দ্বারিয়াপাড়া নিজামাবাদ মৌজায় তার প্রয়াত স্বামীর কেনা এক একর ২০ শতক জমি রয়েছে। এর মধ্যে ৫০ শতক জমি এক পুলিশ কর্মকর্তার কাছে বিক্রি করা হয়েছে। বাকি ৭০ শতক জমি ওই এলাকার আলম হোসেন নামে এক চাষিকে বর্গা দেওয়া হয়। জমিতে কিছু ফলজ ও বনজ গাছ ছিলো। ২০২২ সালের ১৩ জুন জাহাঙ্গীর আলম রানা নামের এক ব্যক্তি নর্থ পয়েন্ট মেডিকেল কলেজের পরিচালক পরিচয় দিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে জমিটি দখল করেন। পরে জমিতে টিনের বেড়া দিয়ে মাটি ভরাট করতে থাকেন। বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি প্রাণনাশের হুমকি দেন। পরে আদালতে ওই জমিতে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত নিষেধাজ্ঞা আদেশ দেন। এরপর কিছুদিন তারা চুপচাপ থাকে।

তিনি জানান, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি আবারো তারা মাটি ভরাট শুরু করে। বাধা দিতে গেলে সৈয়দা আনোয়ারার ছোট বোন মরিয়ম ইয়াসমিন সেলিকে মারধর করতে যায় জাহাঙ্গীর আলম রানার লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরদিন পঞ্চগড় সদর থানায় মামলা করেন তারা।

সৈয়দা আনোয়ারা বলেন, আমি নর্থ পয়েন্ট মেডিকেল কলেজের ঢাকা, বারিধারার প্রধান কার্যালয়ে গিয়ে কলেজটির পরিচালক পর্ষদের সহিত যোগাযোগ করি এবং তারা আমার সমস্ত কাগজপত্র চাইলে আমি প্রদান করি। এরপর আমার আইনজীবি মনিরুজ্জামান মানিককে সাথে নিয়ে সমস্ত কাগজপত্র বুঝিয়ে দেই। তাদের আইনজীবি এনায়েত হোসেন ও মো. আমিন সাহেব আমার কাগজপত্র পর্যালোচনা করে আমার জমি সঠিক আছে বলে আমাকে আশ্বস্থ করেন। বলেন, আপনি চলে যান, আমাদের লোক আপনার সাথে যোগাযোগ করে বিষয়টির সমাধান করবেন। কিন্তু অদ্যাবধি তারা আমার সাথে কোন যোগাযোগ করেন নাই। তিনি বলেন, আমি একজন অসহায় বিধবা নারী। আমার দুই সন্তানও এতিম। তাদের বাবার কেনা জমি ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে মেডিকেল কলেজ স্থাপন করছে। আমরা কিছুই করতে পারছি না। তারা আমাদের সমঝোতার আশ্বাস দিলেও সমঝোতায় বসেনি।

এ বিষয়ে জানতে চাইলে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম রানা মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। আমার কোন মতামত নেই বলে জানান তিনি।

 

সান