পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

প্রকাশ : 2024-04-28 16:43:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে চেংঠিহাজরা ডাঙ্গা ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে। 

দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরা ডাঙ্গা ইউনিয়নে কমলাকান্তের পুত্র ডলো শর্মা তার নিজ বাড়ির বিদ্যুৎ লাইন থেকে তার এক হর্সের মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ঘটনাটি ঘটে। এ সময় বিদ্যুৎ ছিল না এবং বাড়ির সুইস বন্ধ করা হয়নি। আকস্মিক কাজ করতে গিয়ে হঠাৎ লাইনে বিদ্যুৎ চলে আসে। ঘটনাস্থলে ডলো শর্মা মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেন চেংঠিহাজরা ডাঙ্গা ইউনয়িন (ইউপি) পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান (বুলু) । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এব্যাপারে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, তাদের বাড়ি লোকজন ঘটনার স্বাক্ষী থাকায় মরদেহ পরিবারে কাছে আমার থানার ওসি তদন্ত সেখানে গিয়ে মরদেহ হস্তান্তর করে।

 

সান