পঞ্চগড়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
প্রকাশ : 2025-02-08 18:33:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড় ‘এক ভুবন এক ভাষা, চাই সর্বজনীন ইশারা ভাষা’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (৭ ফেব্রয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয় এবং একই স্থানে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমাম রাজী টুলু। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান, দেশ প্রতিবন্ধী স্কুলের পরিচাল জহিরুল ইসলামসহ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু, তাদের অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন।