পঞ্চগড়ে প্রতিবন্ধি ও প্রতিবন্ধি ঝূঁকিতে থাকা মানুষের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
প্রকাশ : 2025-09-17 18:32:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ে শিশু , নারী ও পুরুষ প্রতিবন্ধি ও ঝ’ঁকিতে থাকা প্রতিবন্ধিদের মাঝে বিনামূল্যে সহায়ক সামগ্রি বিতরণ করা হয়েছে। এসব বিতরণকৃত সামগ্রির মধ্যে হুইল চেয়ার সহ অন্যান্য সামগ্রি রয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের পঞ্চগড়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রি বিতরণ করা হয়েছে।
পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক (সা.)সুমন চন্দ্র রায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়ক উপকরন বিতরণ করেন।এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান , দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা প্রশাসন ও প্রতিবন্ধি সেবা ফাউন্ডেশনের পঞ্চগড় এর আয়োজনে এসব সামগ্রি বিতরণ করা হয়। প্রতিবন্ধি ও প্রতিবন্ধিতার ঝূঁকিতে থাকা ৩৫ জনের মাঝে ২১ টি হুইল চেয়ার , ৫টি ট্রাই চেয়ার ,৩টি ওয়াকার, ২ জোড়া গ্যালারী ক্যাচ ও ১ জোড়া এ্যালবো ক্যাচ বিতরণ করা হয়।