পঞ্চগড়ে নির্বাচনী আমেজে সরব আওয়ামীলীগ,  নীরব বিএনপি  

প্রকাশ : 2023-11-24 11:42:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে নির্বাচনী আমেজে সরব আওয়ামীলীগ,  নীরব বিএনপি   

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সরব আওয়ামীলীগ। ক্ষমতাসীন এদলটি আবারো ভোটে অংশ নিতে বেশ উচ্ছসিত। ইউনিয়ন থেকে জেলা দলীয় অফিসে সরব উপস্থিতি নেতাকর্মীদের।

এদিকে বিএনপি ভোটের মাঠে নেই। পঞ্চগড় জেলা বিএনপি অফিসের সামনে অবস্থান করছেন পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। অফিসটি প্রায় ফাঁকা। বিএনপি ও ছাত্রদল সহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধরপাকড়ের ভয়ে বেশ আতঙ্কিত। খবর নিয়ে জানা গেছে,চলমান আন্দোলনের কারনে অনেকে গ্রেফতার আতঙ্কে আত্নগোপনে ও আছেন।

 বিএনপি- জামাত ও সমমনা দল অবাধও সষ্ঠু নির্বাচন এবং আওয়ামীলীগ সরকারের পদত্যাগের দাবিতে দফায় দফায় হরতাল ও অবরোধের কর্মসূচি দিয়ে আসছে। ফলে দলের নির্বাচনী আমেজে ভাটা পড়েছে। ভয় আর আতঙ্কে মাঠে থাকতে পারছেনা অনেক নেতাকর্মী। জেলা বিএনপি অফিসে পদচারণা নেই প্রথম সারির নেতাদের। কোন কোন সময় পরিস্থিতি বুঝে ২/৪ ছাত্রদলের নেতাকর্মীরা মাঝে মাঝে দলীয় অফিসে আসলে নীরব নির্ভূতে সময় পার করেন। এদিকে ২৮ আগষ্ট ঘোষিত আন্দোলনের পর সারাদেশের ন্যায় পঞ্চগড়ে বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক  তফশিল ঘোষনার পর এখানকার আওয়ামীলীগের ১১জন মনোনয়নপত্রও দাখিল করেছেন। তবে বিএনপি সহ অন্য দলের কেউ এখনো নমিনেশন পত্র সংগ্রহ বা দাখিল করেননি বলে জানা গেছে।

এদিকে বিরোধী জোটের ডাকা হরতাল- অবরোধ চলাকালীন আওয়ামীলীগের জেলা অফিস থাকে উৎসবমুখর।  নেতাকর্মীরা সেখানে দলবদ্ধ ভাবে অবস্থান করেন। আবার হরতাল- অবরোধ বিরোধী মিছিলও করেন।

এদিকে ২৮ আগষ্টের পর বিএনপি ও জামাত মিছিল সমাবেশ তেমন একটা করছেনা। তারা রাজপথে নেই বললেও চলে।বিএনপি জামাত ও সমমনা দলের তৃনমূলে ও যেনো গা,ছাড়া ভাব। কর্মীদের মধ্যে নেই উৎসাহ উদ্দীপনা' সভা সমাবেশ। এছাড়া নেই ভোটের আমেজ। এদিকে পঞ্চগড়ের বাসিন্দা বিএনপি সরকারের তৎকালীন স্পীকার ও কেন্দ্রীয় স্থয়ী কমিটির সদস্য ব্যরিষ্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার এবং তার পূত্র ব্যরিষ্টার নওশাদ জমির গত ১/২ মাস আগে কয়েকবার পঞ্চগড়ে আসলেও এখন রাজধানীতেই অবস্থান করছেন বলে জানা গেছে। 

এদিকে জেলা বিএনপি’র সদস্য সচিব কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ ও বর্তমান রাজধানীতেই আছেন বলে শোনা যায়। তিনি পঞ্চগড়-২ আসনের [ বোদা -দেবীগঞ্জ]বাসিন্দা।

পঞ্চগড় জেলায় সংসদীয় আসন দুটি। সদর,তেতুলিয়া ও আটোয়ারী নিয়ে নির্বাচনী আসন-১ এবং বোদাও দেবীগঞ্জ নিয়ে আসন-২।

বিগত,১/১১ পর পঞ্চগড় -১ আসনে সংসদ সদস্য' নির্বাচিত হন মজাহারুল হক প্রধান। এরপরের সংসদ নির্বাচনে নির্বাচিত ১৪ জোটের জাসদের[ ইনু] প্রার্থী নাজমুল হক প্রধান। তিনি মজাহারুল হক প্রধানের ভাতিজা। তবে নাজমুল হক প্রধান ইনু জাসদ থেকে বের হয়ে বাংলাদেশ জাসদ গঠন করেন।
এরপর রাজননৈতিক প্রেক্ষাপট ২০১৮ সালে আবারো নৌকা প্রতীকে নির্বাচন করে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মজাহারুল হক প্রধান। তিনি  একলাখ ৭৩ হাজার ৮৮৮ ভোট পান।তার নিকটতম প্রতিদ্বন্দি ব্যারিষ্টার নওশাদ জমির পান একলাখ ৩২ হাজার ৫৩৯ ভোট।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ মনোনয়ন দাখিল করলেও মূলত: বর্তমান সংসদ সদস্য ও  জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মজাহারুল হক প্রধান  জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদত স¤্রাট ও সহসভাপতি এটু আই প্রকল্পের সাবেক জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা এই তিনজনকে নিয়ে আলোচনা তুঙ্গে। বৃহষ্পতিবার সবার মাঝেই ছিল কারা পাচ্ছেন পঞ্চগড়-১ আসনের মনোনয়ন।দলীয় নেতাকর্মীদের মাঝে ছিল কানাঘুষা। তবে এই তিন প্রার্থীর সবাই বেশ আশাবাদী

এদিকে পঞ্চগড়-১ আসনে ২০১৮ সালে সংসদ নির্বাচনে ভোট পান একলাখ ৭৩ হাজার ৮৮৮ ভোট। এছাড়া বিএনপি’র প্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমিপর পান একলাখ ৩২ হাজার ৫৩৯ ভোট।

এদিকে পঞ্চগড়-২ আসন[দেবীগঞ্জ-বোদা] প্রার্থী নিয়ে তেমন কোন আলোচনা লক্ষ্য করা যায়নি। বর্তমান সরকারের রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি এই আসনটিতে চুড়ান্ত প্রার্থী হচ্ছেন বলে সবার মুখে মুখে শোনা যাচ্ছে। গত ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে নূরুল ইসলাম সুজন নির্বাচনে ভোট পান একলাখ ৬৯ হাজার ৫১৪ ভোট।তবে মনোনয়ন সংগ্রহ করেছেন আরো দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মালেক চিশতি ও ব্রিগেডিয়ার [অব:] শাহজাহান আলী। মালেক চিশতি র্দীঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে ওৎপোতভাবে জড়িত থাকলে স্থানীয় কোন্দলে তিনি প্রায় কোনঠাসা।এছাড়া ব্রিগেডিয়ার [অব:] শাহজাহান আলী আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকলে ও তিনি কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক উপকমিটির সদস্য।এদিকে দীর্ঘ চার বছর অতিবাহিত হলেও পঞ্চগড় জেলা বিএনপি’র পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়নি। আহবায়ক কমিটি দিয়ে জেলা বিএনপির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।