পঞ্চগড়ে নকল সয়াবিন তেলসহ দুজন আটক

প্রকাশ : 2025-02-25 19:20:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে নকল সয়াবিন তেলসহ দুজন আটক

পঞ্চগড়ের বোদা উপজেলায় নকল বোতলজাত সয়াবিন তেল সহ দুজনকে আটক করেছে পুলিশ। বোদা থানা পুলিশ মঙ্গলবার (২৫ ফেব্রয়ারী)  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাছগ্রাম এলাকা থেকে  ৩ হাজার ১২০ লিটার কাটুনে রক্ষিত বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়  তরি ,ডায়মন্ড সহ নানা নাম দিয়ে বাড়িতে এসব সয়াবিন বোতলজাত করা হয়। পরে এই তেল নানা জায়গায় বিক্রিয় করা হয়।আটককৃতরা হলেন; মাছগ্রামের ইনূস আলীর পূত্র ইব্রাহিম আজিজ রুবেল(৩৬) ও একই এলাকার মিজানুর রহমানের পূত্র রাকিব হাসান (২৪)। এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের কোর্টে চালান দেওয়া হয়েছে।