পঞ্চগড়ে দেখা মিলছেনা বিশ্বের সর্বোচ্চ তৃতীয় পর্বত মালা, ফিরে যাচ্ছে দর্শনার্থীরা

প্রকাশ : 2025-10-04 18:44:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে দেখা মিলছেনা বিশ্বের সর্বোচ্চ তৃতীয় পর্বত মালা, ফিরে যাচ্ছে দর্শনার্থীরা

আলোর রশ্মিছড়ানো কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছেনা। হতাশ আর দুঃখ নিয়ে ফিরে যাচ্ছে দর্শনার্থীরা। বছরের সেপ্টেম্বর- অক্টোবরে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে বিশ্বের এই তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গারের।

এটি নেপাল ও ভারতের সিমিক রাজ্যের সীমান্তের হিমালয়ের পর্বত মালায় অবস্থিত। যার দৈর্ঘ্য ৮ হাজার ৫৮৬ মিটার। কিলোমিটার হিসেবে সাড়ে ৮ কিলোমিটার।

এদিকে গত ২৬ সেপ্টেম্বর সকাল ৯ টার পরে পরে মোহিত করা আলোর পরশে ভেসে ওঠে এই কাঞ্চনজঙ্ঘার। তার কিছুক্ষণ পরেই মিলিয়ে যায় রশ্মি ছড়ানো পর্বতটির।

টানা চারদিনের ছুটিতে অনেকেই এই পর্বত চুড়ার অপরুপ দ‚শ্য দেখতে ছুটে আসেন তেতুঁলিয়ায়। কিন্তু মেঘ ভরা আকাশ আর আবহাওয়ার বৈচিত্র্য পরিবর্তনের ফলে দর্শনার্থীরা তা দেখতে না পেয়ে হতাশ হয়ে ফেরত যান।

দিনাজপুর থেকে তেতুঁলিয়ায় আসা রাজু (৩২) জানান, আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে সকালেই এখানে হাজির হই। কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। ডোমার উপজেলার সাকিব (৪২) বলেন ছুটিতে তেমন কাজ ছিলনা তাই এ সুযোগে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসলাম কিন্তু সেটি আর দেখতে পেলমা না। তেতুঁলিয়ার উপজেলার বাসিন্দা লাভলী (২২) জানায় মানুষ আসছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাচ্ছেনা। একদিন দেখা গেছে। আমরাও তো দেখতে আসি।

তেতুঁলিয়া উপজেলার কয়েকজন ব্যক্তি বলেন ‘ সময় মত কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাবে। তবে মনে হয় নভেম্বরে শীত পড়বে তখন পবর্তটির দেখা মিলবে।
তেতুঁলিয়ার ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক মোঃ আব্দুল মতিন বলেন ‘ পর্যটক নাই। তবে দর্শনার্থীরা আসছে ‘ সেটিও সংখ্যায় কম। তবে এ বছর মাত্র একদিন কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে।

এদিকে তেতুঁলিয়া প্রথম শ্রেনীর আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষক মোঃ রোকনুজ্জামান জানান, কাঞ্চনজঙ্ঘা সেপ্টেম্বর-অক্টোবরেই দেখা যায়। তবে আকাশে মেঘ থাকায় এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছেনা। তবে কয়েকদিনের মধ্যে আকাশ পরিষ্কার হলে পর্বত শৃঙ্গার কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাবে।