পঞ্চগড়ে দুই পুলিশ কর্মকর্তার বিদায় বরণ অনুষ্ঠান
প্রকাশ : 2024-04-04 19:12:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের বোদা থানায় দুই পুলিশ কর্মকর্তাকে আনুষ্ঠানিক সন্মাননা ও বরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বোদা থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলমকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ সার্টিফিকেট ও সম্মননা স্মারক ক্রেস্ট প্রদান এবং নতুন যোগদান করায় এসআই মোঃ আলমগীর কে ফুলের তোড়া দিয়ে বরণ ভিকটিম নুরুল ইসলামকে তার ব্যাটারি চালিত অটোসহ অজ্ঞাতনামা আসামিরা মাড়েয়া বাজার হতে অপরহণ করে নিয়ে গেলে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বোদা থানার গত ৩০ জানুয়ারি ধারা-৩৮৬/৩৬৫/৩৪ পেনাল কোড আনয়ন করেন।মামলার সূত্র ধরে বোদা থানার অফিসার ইনর্চাজ মোঃ মোজাম্মেল হক পিপিএম ’র নেত্বত্বে ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র ) মোঃ জাহাঙ্গীর আলম ২ ফেব্রয়ারি সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের সময় করতোয়া নদীর সাওতাঁলপাড়া ঘাটে ভাসমান অবস্থায় ভিকটিম নুরুল ইসলাম এর হাত-পা, মুখ রশি এবং তোয়ালে দ্বারা বাধাঁ মৃতদেহ উদ্ধার করেন।আলোচ্য ওই মামলাটি ক্লু-লেস হত্যা মামলা হওয়া মামলার মূল রহস্য উদঘাটনসহ মামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করায় রেঞ্জ অফিস কর্তৃক মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জাহাঙ্গীর আলম কে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ সার্টিফিকেট ও সম্মননা স্মারক ক্রেস্ট দেন। উক্ত সার্টিফিকেট ও সম্মননা স্মারক ক্রেস্ট অফিসার ইনর্চাজ মহোদয় বোদা থানার সকল অফিসারের উপস্থিতিতে এসআই মোঃ জাহাঙ্গীর আলমকে প্রদান করেন। অপরদিকে এসআই (নিরস্ত্র) মোঃ আলমগীর দিনাজপুর জেলা হতে বোদা থানায় গত বুধবার (৩এপ্রিল) এপ্রিল নতুন যোগদান করায় ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেন। জনগনের কল্যাণে পুলিশদের আরো উদ্দোমী হওয়ার কথা বলেন। এসময় থানার সকল পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।