পঞ্চগড়ে দুইদিন ব্যাপি জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা শুরু

প্রকাশ : 2024-01-29 19:38:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে দুইদিন ব্যাপি জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা শুরু

 পঞ্চগড়ে শুরু হয়েছে দুইদিনব্যাপি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা।‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনই সমৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার বিবেচনায় আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বিভিন্ন কারণে বিজ্ঞান ও গণিত শিক্ষায় ছাত্ররা আগ্রহ হারাচ্ছে। ফলে বিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। তাই সরকারের রূপকল্প বাস্তবায়নে এখন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারলে, তারা একদিন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে। ’

 সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। মেলায় ১২টি স্টলে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিয়েছে।