পঞ্চগড়ে তিনদিনব্যাপী চা আবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : 2024-02-28 12:06:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে তিনদিনব্যাপী চা আবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উত্তরের চা অঞ্চল পঞ্চগড়ে বার্ষিক চা আবাদ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার থেকে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গলের চা গবেষণা ইন্সটিটিউট এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। পঞ্চগড় আঞ্চলিক বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহমদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুন, চা বাগান মালিক মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

কর্মশালায় গুণগত মানের চা উৎপাদন, চা প্রক্রিয়াজাতকরণ, অ্যাপ ব্যবস্থাপনা, প্লাকিং, জাত নির্বাচন, নার্সারি ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, খরা ব্যবস্থাপনা, রোগ বালাই দমন ব্যবস্থাপনা, শেড ব্যবস্থাপনা, উচ্চমূল্যের চা উৎপাদন, চা বাজারজাতকরণ, চা নিলাম, চা আইন-২০১৬ বিষয়ক কলাকৌশল ও ধারণা দেওয়া হচ্ছে। কর্মশালায় ক্ষুদ্র চা চাষীসহ ৬০ জন অংশ নিয়েছেন। 

 

সান