পঞ্চগড়ে তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : 2025-02-08 18:31:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ে জাতীয়তাবাদী দল- বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার (৭ ফেব্রয়ারি) বিকেলে পঞ্চগড় সুগার মিলস ট্রেনিং কমপ্লেক্স ভবনের সামনে তিন শতাধিক দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল সহ বিএনপি'র ৩১দফা সংবলিত লিফলেট ও বিএনপি'র প্রতীক ধানের শীষের মনোগ্রাম বিতরন করা হয়।
পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের মাসুম ,পঞ্চগড় পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম ডাবলু, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু তাহের বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।