পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
প্রকাশ : 2024-11-26 16:58:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সকালে ঝলমল রোদ পঞ্চগড়ে । কমেছে তাপমাত্রা কদিন ধরে তেতুঁলিয়া আবহাওয়া অফিস ১৫ ও ১৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করলে তা নেমে এখন শীত বাড়ছে।
মঙ্গলবার সকাল ছয়টায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল আটটার পরে আকাশের সূর্যের ঝলমল রোদ দেখা গেছে।
এদিকে গতকাল সোমবার ও তেতুঁলিয়া তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দিনের বেলা গরম তেমন একটা অনুভ’ত হয়নি। রাতের বেলা জেলায় কিছুটা কুয়াশা দেখা গেলেও সকাল আটটার আগেই সূর্য দেখা যায়। তবে দুদিন ধরে তাপমাত্রা ১৩ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসে স্থিতি থাকছে। শীতবস্ত্রের দোকানগুলোতে গরম কাপড় কিছুটা বিক্রি দেখা গেছে। তবে এখনো জমে ওঠেনি কেনা বেচা।
তেতুঁলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান নভেম্বরের প্রথম দিকে তাপমাত্রা কমে আরো শীত বাড়বে । সাথে ঘনকুয়াশা ওবাড়বে।