পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট

প্রকাশ : 2024-01-22 11:04:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট

পঞ্চগড়ে প্রচন্ড শীতে নাজেহাল হয়ে পড়েছে জনজীবন। টানা মৃদৃ শৈত্যপ্রবাহে মানুষ স্বাভাবিক কাজ কর্ম করতে পারছেনা। এমন শীতের দাপটে কর্মজীবীরা পড়েছে বেকায়দায়।

তেতুঁলিয়া আবহাওয়া দপ্তরের মতে, পুরো জানুয়ারি এই শীতের দাপট থাকতে পারে। রবিবার (২১ জানুয়ারী) দপ্তরটি সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করে ১০ ডিগ্র সেলসিয়াস। টানা প্রায় দুই সপ্তাহ ধরে উত্তরের জনপদ পঞ্চগড়ে জীবন জীবিকায় মারাত্নক প্রভাব পড়েছে। খেঁটে খাওয়া শ্রমজীবীদের আয় কমে গেছে। ভ্যান ,রিকসা অটো চালকরা ও পড়েছে বিপাকে।

গত দুইদিন সূর্যের দেখা মিললেও রবিবার সারাদিন শির শির পশ্চিম উত্তরের বাতাসে কাবু হয়ে পড়ে মানুষ। টানা এমন শীতের দাপটে বয়ষ্করা ভয়ে বাড়ির বাইরে আসছে না। সদর উপজেলার ভ্যান চাল আসলাম হক ( ৪০) বলেন ‘ এমন শীত বাইরে চলাফেরা করা কঠিন কি করবো। পরিবার পরিজন আছে সংসার আছে। বাড়িতে কি খালি হাতে যাবো। পঞ্চগড় পৌর এলাকার পুরাতন পঞ্চগড়ের বাসিন্দা শিল্পী (৪৩) বলেন‘ এই শীতে কাজ করা রান্না করা খুব কষ্ট।রোদের দেখা নেই। হাত পা ঠান্ডা হয়ে আসছে। এদিকে করতোয়া নদীর বিভিন্ন এলাকায় রবিবারও দেখা গেছে পাথর শ্রমিকদের। জীবীকার তাগিদে অন্যদিনের মতো তারা পাথর তুলছে। কোথাও কোথাও তোলা হচ্ছে বালু।

তেতুঁলিয়া আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পুরো জানুয়ারি মাস এমন থাকবে। কোন কোন দিন সূর্য উঠবে আবার কোন দিন উঠবেনা। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা চিল ১০ ডিগ্রি সেলসিয়াস। দুই ডিজিটে তাপমাত্রা থাকলেও শীতের দাপট বেড়েছে। অথচ ২০ জানুয়ারি শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ১৯ জানুয়ারি তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

সান