পঞ্চগড়ে ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ মাদক কারবারি আটক
প্রকাশ : 2025-10-05 17:32:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযান নেশা জাতীয় ৭০ পিস টাপেন্ডাল ট্যাবলেট সহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ওই মাদককারবারির নাম হাসানুজ্জামানওরফে সুজন(৩৫) তার বাড়ি পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকায়। বাবার নাম হানিফ মোল্লা।
ডিবি পুলিশ জানায় শনিবার (৪অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কেন্দ্রীয় মসজিদের গলি থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।