পঞ্চগড়ে চিকিৎসক সঙ্কট ও সুচিকিৎসা না হওয়ায় মানববন্ধন অনুষ্ঠিত  

প্রকাশ : 2025-02-13 19:39:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে চিকিৎসক সঙ্কট ও সুচিকিৎসা না হওয়ায় মানববন্ধন অনুষ্ঠিত  

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বর্ধিত ভবন পূর্নাঙ্গভাবে চালু ও চিকিৎসক সঙ্কট পূরনে চিকিৎসক পদায়নের দাবিতে বৃহষ্পতিবার (১৩ ফেব্রয়ারী) সকালে মানববন্ধন করেছে। বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড় এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অংশগ্রহনকারিরা বর্তমান ‘‘অন্তবর্তী সরকারকে জনগনের সরকার’’ হিসেবে অভিহিত করে অবিলম্বে সেটির সমাধানের দাবি জানান। তারা বলেন ভোটের সময় ভোট নিতে আসা এই সব জনপ্রতিনিধিরা ধান্দাবাজ। এমন ধান্দাবাজরা ভোটের সময় ভোটারদের বাড়িতে গিয়ে বলেনা আপনারা ও আপনাদের সন্তানরা কি ভালো আছে ‘ তারা কি! সুচিকিৎসা পায়।

বক্তারা বলেন বর্তমান এই সরকারের নিকট আমরা দাবি করছি পঞ্চগড়ের মানুষের আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। কেনো আমরা চিকিৎসা নিতে ঠাকুরগাঁও-দিনাজপুর ও রংপুর যাবো। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল বলে ‘ কিছু নেই‘ এখানে একটু জ্বর হলেই চিকিৎসা পাওয়া কঠিন। এটা হবে কেনো! পঞ্চগড়ে ১২ লাখ অধ্যষিত জেলা।  এই আন্দোলন করা সকল নাগরিকের দায়িত্ব। তারা অনতি বিলম্বে নতুন সম্প্রসারিত হাসপাতাল ভবন পূর্নাঙ্গ ভাবে চালু সহ সকল উপজেলা স্বাস্থ্য কপ্লেক্্ের চিকিৎসক পদায়নের দাবি জানান। এই দাবি মানা না হলে আন্দোলন চলমান থাকার কথা বলেন। 
এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলার ছাত্র বৈষম্যবিরোধী আন্দালনের  অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বী. নাগরিক কমিটির সংগঠক ওয়াজেদ, কমিরুল ইসলাম সোহেল , শিশির আসাদ, শেলী আকতার, আতাউল গনি ,তানভির প্রমূখ।