পঞ্চগড়ে চারুকলা ও আইসিটি বিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ : 2024-11-10 18:04:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে প্রথমবারের মতো চারুকলা ও আইসিটি বিষয়ের প্রথম পর্বের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডের অধীনে বোদা উপজেলার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান গ্রীণল্যান্ড চারুকলা ইনস্টিটিউটের ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পঞ্চগড় টেকনিক্যাল স্কুল ও কলেজ ভ্যেনুতে অনুষ্ঠিত আটটি বিষয়ে ৮০০ নম্বরের এই পরীক্ষা রোববার শেষ হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আশা, এই পরীক্ষায় পাশের পর আগামীতে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা এবং আইসিটি শিক্ষক হিসেবে শিক্ষকতা করতে পারবেন। পরিচালক আলিয়ার রহমান জানান, পঞ্চগড়ে প্রথমবারের মতো চারুকলা বিষয়ে স্নাতক পাশের পর বেকার নারী পুরুষরা অমাদের প্রতিষ্ঠানে এডভান্স সার্টিফিকেট কোর্সে অধ্যয়ন করছেন। আশা করি, চূড়ান্ত পর্বের পরীক্ষায় পাশের পর তারা চাকরি ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবেন। কারণ দেশের প্রতিটি স্কুল কলেজ এমনকি মাদরাসাগুলোতেও একজন আর্ট শিক্ষক প্রয়োজন। সারা বাংলাদেশে প্রায় ৪৫ হাজার ফাইন আর্ট শিক্ষকের প্রয়োজন রয়েছে। পরিবারের কাজের ফাঁকে নারীরাও এই কোর্সে অধ্যয়ন করছেন। ২০২৩ সালে বোদার বাইপাস ওয়াইমোড় সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত গ্রীণল্যান্ড চারুকলা ইনস্টিটিউটে ফাইন আর্ট ও আইসিটি এই দুটি বিষয়ে কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদন লাভ করে। যার কোড ১১০৭৭। চলতি বছরের জানুয়ারি মাসে ফাইন আর্টে ৬০ জন ও আইসিটি শিক্ষায় ২০ জন নারী পুরুষ শিক্ষার্থী ভর্তি হয়ে অধ্যয়ন শুরু করেন বলে জানা যায়।