পঞ্চগড়ে গ্রামীণ সড়ক উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : 2025-11-17 18:06:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৭ নভেম্বর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ সময় প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্রের মাধ্যমে কোর রোড নেটওয়ার্কভুক্ত সড়কের খসড়া উপস্থাপন করা হয়। এসময় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার ৮ টি সড়ক কোর রোড নেটওয়ার্কভুক্ত করার সিদ্ধান্ত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের( এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদর ভূমি অফিসের সহকারী কমিশনার মোহন মিনজি, সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান, এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী ও বেটস'র জিআইএস এনালিস্ট মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। এই তথ্যের আলোকেই আগামীতে পঞ্চগড়ের গ্রামীণ সড়কের উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া ও বাস্তবায়ন করা হবে বলেও জানান আয়োজকরা। কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ঠিকাদার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।