পঞ্চগড়ে কুয়াশায় আমন ধানের শিশির বিন্দুতে ভরে উঠছে

প্রকাশ : 2025-10-11 17:09:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে কুয়াশায় আমন ধানের শিশির বিন্দুতে ভরে উঠছে

পঞ্চগড়ে শীতের বার্তা নিয়ে দরজায় কড়া নাড়ছে প্রকৃতি। ভোরের কুয়াশায় ভরে ওঠছে আমন ধানের ক্ষেত সহ সবুজ বনানী। সময়ের সাথে ঋতুর পালা বদলে এখন প্রকৃতি ভিন্ন রুপে দেখা দিচ্ছে।

তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে শীত যেনো জানান দিচ্ছে শিশির , কুয়াশা নিয়ে। প্রকৃতিতে কিছুটা শীত হাতছানি দিচ্ছে। দিনের বেলা কিছুটা তাপমাত্রা বাড়লেও সন্ধ্যার পরে কমতে শুরু করেছে। টানা তিন দিন ধরে ঘনকুয়াশার দেখা মিলছে পঞ্চগড়ে। ঝরছে গুঁড়ি গুঁড়ি কুয়াশার ফোঁটা। ভোরে চারিদিক ঢেঁকে যাচ্ছে কুয়াশায়।

তবে শীতের প্রবণতার তেমন দাপট না থাকলেও ভোর হওয়ার সঙ্গে সঙ্গে জেলার সবর্ত্র কুয়াশায় ঢেঁকে পড়ছে মাঠঘাট এ জনপদের মফস্বল এলাকা। কুয়াশার কারণে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শিশিরে ভিজে ওঠছে মাঠপ্রান্তর। যা শীতের আগমনী বার্তা বলে মনে করছেন এ এলাকার মানুষরা।

সদর উপজেলার মাগুড়া এলাকার রিকসা চালক রমিজ জানান, সকালে ঘণ কুয়াশা পড়ে। রাস্তাঘাট দেখা যায়না। বোদা উপজেলার বনগ্রাম বেংহাড়ি এলাকার রফিক জানান অটো নিয়ে সকালে বের হলেও হেড লাইট জ্বালাতে হয়। চলাচল করতে হয় সাবধানে। 
 
এদিকে আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। তবে এরপর বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ৩১ ডিগ্রিতে ওটে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, ১০ অক্টোবরও একই সময়ে তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বর্তমানে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন অক্টোবরের শেষ দিকে ঘনকুয়াশার সাথে শীতও বাড়বে। তবে নভেম্বরে শীতের দাপট কিছুটা হলে ও বাড়বে।এর কারণে শীতের আমেজ পুরোপুরি অন‚ভুত হবে।