পঞ্চগড়ে আলতাফ প্রফেসরের ইন্তেকাল
প্রকাশ : 2025-03-11 13:53:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ের কৃতিসন্তান পঞ্চগড় মকবুলার রহমান কলেজ (এমআর) এর অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ঢাকাস্থ কুইন্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. আলতাফ হোসেন ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজেউন)।
তিনি ঢাকাস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে স্ত্রী ,দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে যান।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রয়ি ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি সাবেক শিক্ষা মন্ত্রী ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দীন সরকারে পিএস ছিলেন।এছাড়া তিনি পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ,জেলা শিল্পকলা একাডেমী ও রাইফেল ক্লাবের সাধারন সম্পাদক ছিলেন। তিনি পঞ্চগড় জেলা ও মহকুমা বাস্তবায়নে অগ্রণী ভ’মিকা রেখেছেন। তার মৃত্যুতে পঞ্চগড়ের সামাজিক সাংষ্কৃতিক সামাজিক ও রাজনৈতি মহলে শোকের ছায়া নেমে আসে।
কা/আ